একটু রাগী সেই মেয়েটি,
সবাই তারে চেনে।
রাগ না হয় একটু বেশি,
অনেক ভালোবাসা মনে।
মিষ্টি হেঁসে কথা বলা,
মনে তার একটু অভিমান।
নীল প্রজাপতি তাকে দেখে,
গেয়ে যায় প্রেমের গান।
রৌদেলা দুপুর বেলায়,
হেঁটে চলেছে যখন সে।
দক্ষিণা হাওয়া এসে,
বলছে কথা তার সাথে।
এলো এই দিব্যাঙ্গনা,
অনেক ভালোবাসা মনে।
হারিয়ে সে,খুজে না পাই।
পথের দিশা,
মেয়েটি ছিল তিশা।
দেখে তারে মুচকি হাঁসে,
ঐ সোনালী রৌদ।
হঠাৎ করে তাই,
মনে জন্ম নিলো ক্রোধ।
আশায় ছিল বলবে কথা,
শিশিরের শত দল।
শিশির রৌদের লুকোচুরি,
করে ঝলমল।
হারিয়ে সে, খুজে না পাই।
পথের দিশা,
মেয়েটি ছিল তিশা।