তূর্য গর্জে চমকায় বজ্র চমকে চমকে
হিল্লোলে হিল্লোলে নাচে সিন্ধু দমকে দমকে!
ওগো কার আহবান প্রলয় প্রবল হিম্মতে সমরে
নৃপতির চিত্ত থর্থর্ থর্থর্ তীক্ষ্ণ শম্সেরে !
নবীন যৌবনে সত্বর ছুটিয়া আসিয়াছে রণবীর
নীতিবিরুদ্ধ ভগিনীর খোলসায় ছুড়িল রে ক্রিবি তীর।
অগ্নিশিখায় সন্তাপে হা হুতাশে দেয় গড়াগড়ি
হেম ছাড়্ দুশমন রাজা ঐ দাদা 'দের পুচ্ছ ধরি।
তুরিতে প্রলয় ঝঞ্ঝায় তরুণের খড়গ আগমন
দেশ ছাড়্ রাজা নীতিবিরুদ্ধ হৈমের নাগ দুশমন।
নিঃস্ব অন্ন ছিনিয়া ছিড়িয়া শ্বাপদ ওরা গিলে খাই
দাদা 'দের ভগিনী তখত ছাড়্ হৈমে তোর্ ঠাই নাই।
স্বৈরাচারী জালিম হেথা বাংলায় রহিবে নাকো আর
বাহুতে হিম্মৎ গজিয়াছে তৃণ হেম দুশমন হুশিয়ার।
সুশাসন চাহি হেম দেশে কল্লোল হৃদয়ে জাগে আবার
নৃপতির বুকে বর্শা ছুড়ি ; বাংলা ছাড়্ ভগিনী স্বৈরাচার।
খাচায় শিকলে বাধিয়া পাখি !- থরথর তারি হুঙ্কারে
তরাসে উছ্কা মসনদ দুলে তূর্য এবার বাজল রে।
দ্রিমি দ্রিমি ঝংকারে সৈনিক জোরচে সমরে যায়
শিকল ছিড়ে ফিরছে গর্জে ঐ হাকে বীর আমির আয়।
ঐ হাকে আবরার ডাকে শমসের লয়ে ঐ রণে
রাজার ওসব শ্বাপদ ছানা লড়বে আজ কয়জনে ?
রাজা আজ ধ্বংস হবে পাবক রাজ্য করিছে গ্রাস
মুকুট তাহার ধূলায় লুটায়ে তরুণ আনিল সর্বনাশ।