তোমাকে অনুবাদ করে
আমি তোমার মাঝে
তোমাকে পাইনি
অনেক অন্যের মত তুমি
তোমাকে বানাও
নানা রূপ ধরে
কী তুমি চাও?
এখন আমি অনুবাদ করি
আমার কল্পনা
যে রূপে তোমাকে সাজাই
সবি নিছক বর্নণা।
বিশেষ মনযোগে তোমার
অনুবাদ করি হাসি
যা সত্য ন্যায়ের অভিধানে
আজাজিলের ফাঁসি
গভির ভাবে অনুবাদ করি
তোমার অশ্রু বিন্দু
এ কি ! ছলনার সাত সিন্ধু !
আরও জ্ঞ্যাণী হোক আমার
অনুবাদের চোখ
আমার ভাষায় তোমাকে দেখে
বুঝি কল্পলোক।

15.August.14