নীল আকাশের রক্তিম দিগন্ত
সুচারু রূপে মিশে আছ নীল সমুদ্রে-
দূর থেকে- বহু দূর থেকে ছুটে আসে
শুভ্র ফেনিল তরঙ্গরাজি সৈকতের পানে।
তোমার ছুটে আসাও কি তেমনি হবে?
আষাঢ়ের কালো মেঘ ভেঙ্গে স্বচ্ছ বৃষ্টি যখন
নেমে আসে ধরায়, কে বলবে তা কৃষ্ণ বাতায়নের কান্না
অজনা, অচেনা সেই তুমি এত দ্রুত
সৈকতে ধরা দেবে, ভেবেছি কি তা আমি?
একান্তে, ইথারে তুমি এলে কত কাছে; সংগোপনে।
দুধেল শিশুর মত যুথবদ্ধ নরম ঠোঁট
কি অবলিলায় আনন্দ উপভোগে মত্ত; দেখেছ কি?
ফিরে কি পাব সেই ক্ষণ- একান্ত নিরালায়?
ভাবনায় ধরা দেয় কি অপূর্ব এক সময়- নিভৃতে
যুগান্তরের ব্যবধানে; আমি যেন স্বর্গবাসী- তোমারই জন্য।
শুরু হোক অথবা বলবো, হলো শুভ যাত্রা
অনাবিল এক নতুন পথ পরিক্রমার- অজানা পথে
শুভ্রতায় যেন ভরে থাকে অনাদিকাল; কাল পরিক্রমায়
যেখানে রক্তিমাভ দিগন্ত আর নীল সাগরের সীমান্ত
মিলেমিশে একাকার- বৈশ্বির প্রেমের আবেশে।