তোমাকে ভালবাসতে গিয়ে
আমি কবিতা লেখা শিখেছি,
কিন্তু তোমাকে ভুলে যাবো বললেও,
আমি কবিতা লেখা ভুলিনি।
রাত জেগে জোৎস্না দেখা ছাড়িনি
তুমি পাশে নেই বলে,
প্রতিটি জোৎস্নাকে ভালবেসেছি
আমি তোমাকে ভালবাসতে গিয়ে।
সিগারেট খেতে গিয়ে নেশা করে ফিরেছি
আমি অনেক রাত্রি ধরে,
সব নেশা আমি ত্যাগ দিলেও জানি
তুমি আসবেনা তবু ফিরে।
তোমাকে ভালবাসতে গিয়ে
অনেক অচেনা পথে হেটেছি একাকী,
পথ অনেক চেনা হয়েছে যদিও
রয়েছে তোমাকে জানার অনেক বাকি।
হয়তো তোমার দেখা পাবো, তাই
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিলাম রাস্তায়,
সব রাস্তায় দাঁড়ানো ছেড়েছি আমি
তোমার আস্থাহীনতায়।
হঠাৎ বৃষ্টি আসলে
আমি আর ভিজিনা আগের মত
আগ্রহ নিয়ে মনে,
তোমাকে ভালবেসে
আমার বৃষ্টির সাথেই অভিমান হয়ে গেছে।
কাল রাতে বৃষ্টিরা আমাকেই যেন ধমকে গেল
থেকে থেকে বিজলী-বজ্রপাতে,
আমি শুধু বলেছি,
আমার মনের ভালবাসাগুলো মরে যাচ্ছে।
তোমাকে ভালবাসতে গিয়ে
আমি অপেক্ষা করা শিখেছি,
অপেক্ষা আমার শেষ হয়না যদিও
সময় ফুরাচ্ছে বটে।
আমি অন্ধকারকে ভালবেসেছি
তোমাকে ভালবাসতে গিয়ে,
আলো দেখলেই চমকে উঠি আমি,
আমার অন্ধকার সয়ে গেছে।
ভালবাসা যেন বাকির খাতা
কেবল খরচ বাড়তে থাকে,
ঘৃণার সহায় মরুভুমিতেও দেখো
গগনচুম্বী অট্টালিকা গড়ে উঠে।
আমার মত অনেকেই আছে
বাকির খাতায় নাম উঠিয়ে,
হাসি মুখে সব হেরেছি আমরা
শুধু একবার ভালবাসতে গিয়ে।
আমি জোনাকির আলো চিনেছি
তোমাকে ভালবাসতে গিয়ে,
জোনাকিরা আজো আলো জ্বালে
আর আমি তোমাকে ভুলে যেতে পারিনি।
তোমাকে ভালবাসতে গিয়ে
আমি ভালবাসতে শিখেছি,
কিন্তু তোমাকে ভুলে যাবো বলে
আজও আমি
ভুলে যাওয়াটা শিখতে পারিনি।