কবি বড় নিঃসঙ্গ হয়,
কবিতা কখনো নয়।
তুমি আর আমি
জানি অনেক আমাদের,
মানি না তারও অধিক অনেক,
আমরা সকলে সকাল বিকেল,
কবি কখনো নয়।
জীবন যাপনের যাঁতাকল তলে,
পিষে মরছি আমরা সকলে,
তাকিয়ে দেখি ঠাই দাঁড়িয়ে
কোনো এক কোণে
নির্বিকার চেয়ে ক্লান্ত চোখে
কবি দাঁড়িয়ে রয়।
আলো আছে অন্ধকার আছে
কবিতা থাকে সূর্যের হয়ে,
অমাবস্যায় কবি থাকে
অনেক তারার নীচে।
নির্জনে যদিও তাকিয়ে দেখি
কবিতা কখনো নি:সঙ্গ নয়।
কোলাহল যতই বেড়ে যাক তবু,
দিনশেষে কবি নি:সঙ্গ'ই রয়।