ভোর বেলার বৃষ্টি
এতক্ষণে থামলো,
কাক শালিক চড়ুই
একসাথে ডাকলো,
সূর্যের দেখা নেই
কিন্তু আলো ছড়ালো,
ছেলেটা চোখ বন্ধ করে
চুপচাপ শুয়ে থাকলো,
ঘুম আসেনি কিন্তু
সমস্ত ভাবনা জুড়ে
মেয়েটা আসলো।
...৯ জুলাই ২০
তুমি যদি দেখতে তোমাকে
আমি যেভাবে দেখি,
তবে গৃহত্যাগী জ্যোৎস্না ছেড়ে,
তুমি তোমারই প্রেমে পড়তে।
আমি বলবো না তোমাকে,
ভালবাসো আমাকে,
তবে আমার অনুরোধ থাকবে
আমি তোমাকে ভালবাসি,
আমাকে নিষেধ করবেনা।
...১৫ জুলাই ২০
আমি তাকাবো না
দেখবোও না একটি বারের জন্যে,
ছুঁবো না তোমাকে
আমার হৃদয় পুড়ে ছাই হলেও,
তুমি শুধু কিছুক্ষণের জন্যে
আমার পাশে বসো,
তাও যদি না পারো কখনো, তবে,
একবার, শুধু একবার
আমি একটি মানুষ বেঁচে আছি
এতটুকুন ভেবো আপন মনে,
আমার তাতেই ভরে যাবে
প্রশান্ত অতলান্তিক যত আছে
সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে,
তোমাকে ভালবাসার জন্যে।
...১৭ জুলাই ২০