রঙিন খামে সাদা পাতার চিঠি
তুমি বলে দিও
কিছু বলার সময় এখনও আসেনি ,
আমার নদীগুলো যদি শুকিয়ে যায়
তুমি জেনে নিও
এখানে এখনও বর্ষা আসেনি ।