লক্ষ জনে এমন ভাগ্য হয় কজনার
রাজা খুঁজে পায় তার আসল রানীকে
কি এমন ক্ষতি হতো যদি সবাই
বুক ভরা সুখ নিয়ে থাকে ,
ভালোই হয়েছে কলঙ্কের রং হয়েছে কালো
কতো চোখের অশ্রু চোখেই যায় শুখিয়ে
তারা কলঙ্ক না বয়ে এ কালিমা
চোখের অলংকার কাঁজল করে রাখে । ।