নাড়ি ছেড়া ধন-এর গল্প কাহন ,
কি আর এমন করিয়াছে তাহারা মাতা কি আর পিতা
আমারো লাগিয়া এমনও অনেক করিয়াছে কতোজন
জন্ম যখন দিয়াছে আমারে সবাইতো তাহা করে
বড় হইয়াছি আমারও লাগিয়া কতো-যে নতুন ভূবন ,
পুরান আঁচলে আর কতোকাল একলাই পারি চলিতে
নতুন মানুষ এসেছে জীবনে বেঁধেছে নতুন বাঁধন ।
তবু কিছু মানুষ ভাবে প্রতিদিন কেনো চলে গেলো তারা হায়
সেই কিছু কিছু মানুষের মাঝে আমি এক অভাজন !!