আমার মাঝের আমি আজ হারিয়ে যাচ্ছি কোথা,
জীবনের তরে জীবন আর জীবন যাচ্ছে বৃথা।
সময়ের খোঁজে পাচ্ছি শুধু অপরাধের চিহ্ন,
দিন কেটে যায় যাচ্ছেতায়ে কর্ম হয়ে ভিন্ন।
মানবিক আর মানষিকতা যাচ্ছে উল্টে পাল্টে,
কেমনে সময় করিব পার, এমন রুদ্ধ কণ্ঠে।
কবিদের ভাষা চাটুকারিতায়, শিল্পীরা তোষামোদে,
ভাবতে কি পারো কি ভবিষ্যৎ, কি আছে কপালেতে?
রাজনীতিটা পেট নীতি হলো, শিক্ষকতা ব্যাবসা,
ভবিষ্যৎ ভাবতে গেলে চোখ হয়ে যায় ঝাপসা।
শুধু এইটুকু জানি আমার মাঝে র আমাকে হবে বাঁচাতে,
সোনালী সেই অতীত নিয়ে সাজাতে হবে নিজেকে,
হৃদয়ের সব ভালবাসা গুলো দিতে হবে আজ উজাড় করে,
জোয়ার-ভাটির সংগ্রামে আজ লড়তে হবে নতুন করে।
তবে আসবে সোনালী সময়, ভবিষ্যৎ হবে আলোকিত,
মানুষে মানুষে ভেদাভেদ ভুললে নব শান্তি সমাগত।