পৃথিবী বড়ই সুন্দর লাগতো,
কারণ রূপবতী তুই বড়ই রূপসী ছিলে।
তোমার চুলের ঘ্রাণ আমার হৃদয় কাড়তো,
কারণ রূপবতী তুমি বড়ই সজীব ছিলে।
তোমার মনের গহীন অতলে ডুবে যেতে মন চাইতো,
কারণ রূপবতী তুমি বড়ই সরলা ছিলে।
তোমার গরণ আমাকে বিমোহিত করত,
কারণ তুমি বড়ই বৈচিত্র্যময় ছিলে।
কিন্তু কেন জানি আজ তোমাকে আর ভালো লাগেনা।
হে রূপবতী,
কিন্তু কেন??
আমিতো চেয়ে ছিলাম সেই রূপসী সজীব আর বৈচিত্র্যময় চিরচেনা রূপবতী কে।
তবে কেন আজ এতই পরিবর্তন?
কেন আজ তোমাকে লাগে না রূপসী? লাগে না সরলা, লাগে না বিশ্বাসী?
প্রশ্নের জবাব কভু মিলবে কি??