তুচ্ছ জীবনে, মিথ্যা স্বপনে
ভুলে গেছিস তোর ভবিষ্যৎ
জীবন চালাতে, অর্থ কামাতে
সঠিকতা ছেড়ে ভুলের পথ?
দেশের তরে, মানবতার রাহে
জীবন করিল যাহারা দান
সময়ের স্রোত, কালের বিবর্তনে
তাহাদের ই তোরা করিস অপমান?
প্রতিবাদী প্রথা, ন্যায্য কথা
বলা টা যাদের ছিলো নীতি
বহে রক্ত তার,হয়ে বংশধর
কেন তোর মনে জমাট ভীতি?
ভুলে যা ভীতি, কর সব ইতি
সময় এসেছে গর্জে ওঠার
ছেড়ে সংকোচ, ওরে পঙ্কজ
কুড়াল মার সেই প্রথা র।