ওরেও শশুর মশাই,
তোমার জামাই কিন্তু বড্ড কসাই(২)।
পরেছো তুমি জামাই ফাঁদে,
তোমার মেয়ে আমার কাধে(২)।
জামাই ফাঁদে শশুর, হে জামাই ফাঁদে শশুর,
তোমার কিপ্টামির বদলাও তুমি সূর(২)।।
জামাই তোমার মৌমাছির চাকা,
উড়ে শুধু আঁকাবাকা।
ধরলে কিন্তু হবে তুমি ফাকা,
পাকা তোমার জামাই বড্ড পাকা।
জামাই ফাঁদে শশুর, হে জামাই ফাঁদে শশুর,
পারিবেনা ধরতে আমায়, আমি যে বহুদূর।।