ভূল বুঝে ছিড়েছি তো ফুল,

তাই তব বৃক্ষে ধরেনি গো মুকুল।

বাসন্তী এসেছে তব শীত যে লেগেছে,

কেনো যেনো অধম মেয়ে মোরে ভালোবেসেছে।।


আশায় আশায় মম জীবন হলো মরীচিকা,

ভূলের ও কারনে ফুলেতো মধু আসেনি বৃথা।

মধু আসেনি তব এসেছেগো মাছি,

মাঠ নেই,ময়দান নেই তবু ওগো নাচি।।


কাছাকাছি চেয়েছি তারে চলে গেলো দূরে,

পিয়ানো হারিয়ে গেছে আমার ভূলেরও সুরে।

হায় সেই ভূলের সুর ওরে আজও বয়ে চলে,

শান্তির কাছাকাছি গিয়ে কষ্ট গেছে রয়ে।।


ফুল,ভূল,সুর কতকিছু বেজেছেগো মধুর,

তব প্রিয়া সেতো এখনও বহুদূর।

দিল দিলো খোদা মোরে দেয়নিতো আশা,

হায় এযে সব এক ভূলের ভালোবাসা।।


//১১/০৪/১৮

১২.২১(রাত)

নিজ বাসগৃহ

মোরেলগঞ্জ,বাগেরহাট।।


বিঃদ্রঃ- এই কবিতায় ভূল বানানটি ভুল লিখেছি।।