কোন কাননে ফুটিলো ফুল এমন তাহার ঘ্রাণ,
ঘ্রাণ পেয়ে উতলে উঠে মম এই প্রাণ।
সুবাস পেয়ে প্রশ্ন জাগে কোথায় তাহার বাস,
কোন চাষীবা এমন করে করলো তারে চাষ।।
ঘ্রাণ পেয়ে প্রাণে মোর ধরলো ভীমরতি,
ইচ্ছে করে মানুষ থেকে হতে প্রজাপতি।
প্রজাপতি যেমন করে থাকে ওরে মিশে,
তেমন করে থাকতে চাই তোমায় ভালোবেসে।।