আমার চক্ষে ঘুম ধরেছে,ধরেছেরে নেশা,
ভালবাসা চাই যে বন্ধু,ভালবাসা পেশা।।
নেশায় আমি মাতাল হয়ে অন্ধ হয়ে আছি,
তাইতো সখি তোরে আমি নেশায় ভালবাসি।।


চোঁখ যে করিতেছে ফিকে ফিকে,
নেশার চোঁখ যে বন্ধু শুধু তোরই দিকে।
দেহ মোর দুলিতেছে নেশারই ডোরে,
এই নেশাই যে বন্ধু চায় যে তোরে।।


মাতাল আমি পাতাল চিরে আনবো বন্ধু তোরে,
নেশা,বন্ধু তোর নেশায়ই ধরেছে যে মোরে।
ঝিমঝিম করে দুনিয়া ওরে,
নেশা বন্ধু চায় যে তোরে।।


ওরে চক্ষে আমার নেশা ধরেছে,আরো ধরেছে ঘুম।
নেশার ডোরে ধরেছি তোরে,বাজা তোরা ধুম।।


০৯/০৯/২০১৭
সময়ঃ-৭.৪৪(রাত)
রিকশায় বসে লেখা,
সাভার,ঢাকা।


বিঃদ্রঃ- এই লেখাটি পড়ে যদি কারো মধ্যে সত্যিকার নেশা জাগ্রত হয় বা কেউ যদি নেশা করে থাকেন তাহলে তার সম্পূর্ন দ্বায়ভার তার নিজেরই অর্থাৎ পাঠকের। এক্ষেত্রে লেখকের কোনো প্রকার দ্বায়ভার থাকবে না। কেনোনা এটা ভালবাসার নেশা(সাহিত্য)। তাছাড়া সাহিত্য কখনও নেশাকে উৎসাহিত করেনা।