বেসেছিলাম ভালো তোমায় যতনে,
তাই বুজি আজিকে পড়েনা আমায় মনে।
আমাকে কাঁদাইয়া তুমি লহো হাঁসিয়া,
লাভ কি হলো প্রেয়সী তোমায় ভালবাসিয়া?
তোমার সেই স্বর্গীয় মুখখানি,
আজিকে কেড়েছে মম সুখখানী।
তোমার সেই জান্নাতি নেত্র দুটি,
আজিকে আমায় দিয়েছে অকাল ছুটি,
তুমি ধ্বংস করেছো প্রিয়া আমাদেরই স্বর্গের জুটি।।
মনে পড়ে তোমার সেই কাজল কালো কেশগুলো,
আজিকে আমার জীবন করিছে এলেমেলো।
ইচ্ছে হয় আবারো,
ভালোবাসি তোমায় হে প্রিয়।।
বারে বারে পড়ে মনে তোমারই স্মৃতি,
বলো লাভ কি হলো করে এমন প্রীতি?
ভালো থেকো, থেকো তুমি স্বর্গে,
আমায় খুঁজে পাবে তুমি কোনো এক মর্গে।।
জানি তুমি মদালসা,
তাই বুজি কাড়িলে মম ভালবাসা।
তুমি গিয়েছ আমায় ছাড়ি,
তাই আজিকে আমি মরি।
দুঃখ একেছি আমি, আর তুমি শুধু সুখ আঁকো,
প্রেয়সী তুমি অনেক ভালো থেকো।।