পেটের খোরাক ভাত,মনের খোরাক কি?
ভাত নেই তবুও আমি কবিতা লিখি।
দুবেলা না খেয়ে আছি,ক্ষুদার্থ আমি,
ভাত নেই তবুও কবিতা লিখি।।
পেট না ভরলেও ভরেতো মন,
তাইতো কবিতা লিখে যাই আমি অধম।
কবিদের যদি আমি জ্ঞানী পাগল বলি,
তাহলে কবি জাতী আমাকে দিবে গালি।।
কবিগন যে ভালোবাসার পাগল,
কবিগন যে সত্য উদঘটনের পাগল।
রাষ্ট্র যদি কবিদের জীবনে না জ্বলায় বাতি,
তাহলে ভাতে মরবে আমার মতো কবি জাতি।।
কালি নেই ছবি আঁকি!
ভাত নেই তবুও কবিতা লিখি।।
২১/০১/২০১৮ ইং
৩.০৪(দিন)
মোরেলগঞ্জ, বাগেরহাট।।