প্রিয়ারে হারাইয়া কাঁদিলাম কতবার,
খুজিয়া আমি পাইলামনা তাহারে বুঝি হইলোগো মোর হার।
আমারও কান্দন দেখিয়া ওরে কাঁদিছেরে কত বোবা পাখির দল,
মোর বনলতা দিলো মোরে এ কেমনও নিষ্ঠুর ফল?
কতশত নদী দিলাম পাড়ি,বাইলাম কতো পাহাড়,
বনলতা সেতো বুঝি চলে গেছে,হয়ে গেলো বুঝি মোর হার।
প্রান্ত থেকে প্রান্তে যাওয়ার জন্য ধরিলাম কতো লেন,
পাইলামনা তাহারে গেলো কই মোর বনলতা সেন??
বনের মধ্যে থাকিয়া আমি শুধু ভাবি তাহার কথা,
মম হৃদয়ে আঁচড় লাগে আর বাড়ে শুধু দহনও ব্যাথা।
মনে পরে মোর বনলতার অপূর্ব সেই কেশগুলোর ঘ্রান,
বনলতা ছিলো মোর জান,ছিলো মোর সে প্রান।।
অনেক দূর থেকে দেখা যাচ্ছে কে যেনো আছেন সেখানে,
দৌড়ে আমি গেলাম সেখানে মোর বনলতার সন্ধানে।
বকুলতলায় সেখানে কে যেনো বসা আছেন,
জড়াইয়া ধরিয়া বলিলাম প্রিয়া তুমিই মোর বনলতা সেন।।