বাবা, ও বাবা তুমি কেমন আছো?
আমি তোমার হৈমন্তী বলছি,
তুমি কি বাবা ভালো আছো?
বহুদিন দেখিনা তোমায়, তুমি কেমন আছো বাবা?
উচ্চ শিক্ষার তরে আজ আমি পাড়ি দিলাম বিদেশে,
কিন্তু জানো বাবা আমার মনটা সারাক্ষণ পরে থাকে তোমাকেই ঘিরে।
বাবা ও আমার বাবা আমি তোমার হৈমন্তী বলছি,
তুমিকি আমাকে শুনছো, নাকি অভিমান করে আছো??

জানো বাবা আমি সারাদিন শুধু তোমায় ভেবে ভেবে সময় পাড় করে দেই,
অসীম ঐ গগনের দিকে তাকালেও শুধু তোমাকেই দেখি।
জানিনা কেমন করে তোমায় ভুলে থাকি!!
বাবা ও বাবা আমি হয়তো তোমার হবু জামাইয়ের রানী হবোনা, কিন্তু তোমার যে রাজকন্যা!
তোমায় দেখলে এই মনে জেগে ওঠে শুধু আনন্দেরই বন্যা।।

দুটি বছর তোমাকে ছেড়ে এই প্রবাসে আছি,
জানো বাবা তুমি বিহীন দু'টো বছর আমার কাছে শহস্র বছরের চেয়েও বেশি।
বাবা তোমায় না আমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালবাসি!
বাবা তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরুষ, প্রিয় বাবা,
তুমি আমার মসজিদ ওরে, তুমি আমার কাবা।।

বাবা তোমার কি মনে পরে শিশুকালে আমি তোমাকে বলতাম, বাবা ও বাবা আমাকে খেলনা কিনে দাও, আইসক্রিম কিনে দাও,
তুমি শত ব্যস্ততার মাঝেও আমাকে সব ভালবাসা উজাড় করে দিয়েছো,
নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, সারারাত না ঘুমিয়ে তুমি আর মা আমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে তোমার বুকে ঘুম পাড়িয়েছো।
সারাটি জীবন তুমি আমার তরে তোমার জীবন উৎসর্গ করে দিলে!!

বাবা ও আমার বাবা একেই কি বাবা বলে?
আসলে বাবা, তুমি কি বোকা?
নিজের চেয়েও কি কেউ মেয়েকে বেশি ভালবাসে?
চিরকাল এমনই করে কি তুমি থাকবে আমার পাশে?
জানো বাবা শিশুকালে যখন কষ্ট পেতাম, কান্না করতাম, তখন আমি সবার আগে তোমাকেই খুজতাম,
কিন্তু আজ শত বেদনার মাঝে শত কষ্টেও তোমাকে খুজিনা, তোমাকে খুঁজে পাওয়া যায়নাতো বাবা!!

জানো আমি যখন প্রশান্ত মহাসাগরের দিকে তাকাই,
তখন তোমাকে ভেবে ভেবে বারবার হারিয়ে যাই।
আমি পরখ করে দেখেছি তোমার স্নেহ ও আদর্শ এই প্রশান্ত মহাসাগরের চেয়েও বড়!!
তোমার সততা ঐ অসীম গগনের চেয়েও বিশাল,
আর আমার প্রতি তোমার ভালবাসা তুলনাহীন,
জানিনা কেমোনে শুধিবো তোমারও ঋণ!!
ঋণ শোধ করা কখনও সম্ভব নয়গো বাবা,
হৈমন্তীকে ক্ষমা করে দিও, আর তুমি অনেক অনেক ভালো থেকো বাবা।

//রচনাকালঃ-
০৯/১০/২০২১ ইং
সময়ঃ- ১.৪৫(রাত),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।