প্রথমে আসরের সকল শ্রদ্ধেয় কবিবৃন্দকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।


শ্রদ্ধেয় যাদব চৌধুরী স্যার বাংলা কবিতা অাসরের বিশ্লেষণধর্মী এক গুনী কবি। যার কবিতা পাঠে আমি মুগ্ধ। তিনি বাংলা কবিতা আসরে নিয়মিত বিভিন্ন কবির বিভিন্ন কবিতার ইতিবাচক দিকগুলো খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করে থাকেন। যাতে কবিগন অনুপ্রানিত হন। আসরকে তিনি সর্বদা মুখরিত করে রাখেন। শ্রদ্ধেয় এই কবিবর বাংলা কবিতা আসরে এক নতুন দ্বার উন্মোচন করছেন। যা সত্যিই প্রশংসার দাবীদার। কিন্তু অতি দুঃখজনক হলেও সত্য যে প্রায় ১০ দিন শ্রদ্ধেয় এই গুনি কবির কোনো সন্ধান পাচ্ছিনা। তিনি সর্বশেষ আলোচনা বিভাগে গত ২২ তারিখ পোস্ট করেছেন। তারপর আর তার সন্ধান মেলেনি। জানিনা স্যার কেমন আছেন। ইশ্বরের নিকট প্রার্থনা রইল ইশ্বর যেনো তাকে ভালো রাখেন,সুস্থ রাখেন। আপনারা কেউ স্যারের সন্ধান জানলে দয়া করে জানাবেন। হয়তোবা পূজার কারনেও তিনি ব্যস্ত থাকতে পারেন। কিন্তু তিনি যে এতই সাহিত্য প্রেমী তাতে তাকে দীর্ঘ ১০ দিন পূজা বদ্ধ করে রাখতে পারেনা। তার স্কুল ও বন্ধ রয়েছে। যাহোক আমি বাংলাদেশ থেকে স্যারের মঙ্গল কামনা করছি এবং আশা করছি তিনি অতি স্বত্তর আসরে ফিরে এসে আসরকে আবার মুখরিত করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

আমি তার পাশাপাশি আসরের সকল শ্রদ্ধেয় কবিবৃন্দের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন। বাই।