রাতে আমি স্বপ্নে দেখি,
অনেক অনেক কবিতা লিখি।
কতো সুন্দর তার ছন্দ,
বিশালময় তার গন্ধ।।
গন্ধের কারনে হয়ে যাই আমি অন্ধ,
মন্দ লাগে তখন, যখন স্বপ্ন হয়ে যায় মোর বন্ধ।
সকালে ঘুম থেকে উঠলে মনে থাকেনা কিছু,
তাইতো প্রতিরাত তাড়া করি স্বপ্নের পিছু।।
ভেবেছি বিছানায় ডায়েরী আর কলম নিয়ে ঘুমাবো প্রতিরাত,
নতুন নতুন কবিতা পাবো যখন হবেগো প্রভাত।
জানিনা এ কেমন উপায়,
স্বপ্ন সেতো স্বপ্নই রয়ে যায়।
জানি এই স্বপ্ন হবেনা কখনও বৃথা,
একদিন না একদিন ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এই স্বপ্নের কবিতা।।