সেকালের ঈদ ছিল কোলাকুলি সবার বুকে বুকে,
আর একালের ঈদ যে শুধুই ফেসবুকে।
সেকালের ভালোবাসা ছিল চিঠিতে আর প্রেয়সীর স্নিগ্ধ ছোয়াতে,
আর একালের ভালোবাসা মোবাইল আর লালসার আকাঙ্খাতে।।
সেকালের রাজনীতি ছিল চায়ের আড্ডা আর মিছিলে,
আর একালের রাজনীতি অবৈধ টাকা,লাথি,ঘুষি আর কিলে।
সেকালের বন্ধুত্ব ছিল বিশ্বাস আর ভালোবাসায় আবদ্ধ,
একালের বন্ধুত্ব কেবলমাত্র ইন্টারনেটে সীমাবদ্ধ।।
সেকালের খেলার সাথী ছিল পাড়ার শিশুরা, ছিল ভালোবাসার ফ্রেম।
আর একালের খেলার সাথী মোবাইলের ঐ গেম।
সেকালের মা-বাবা ছিলেন আদর আর ভালোবাসায়,
একালের মা-বাবারা আছেন শুধু টাকারই আশায়।।
আধুনিক তুমি একটু আদিম হয়ে যাও।
মোদের সেই আগের ভালোবাসা ফিরিয়ে দাও।
আশির্বাদ যাকে বলি অভিশাপ সেই বিজ্ঞান,
তবুও মোরা সবাই তারে দিই কত মান।
ডিজিটাল তুমি ধরেছো কোন এই হাল?
একাল চাইনা আমি ফিরিয়ে দাও সেকাল।।