প্রিয়া কোন রং বিধি দিলোরে যে তোরে,
বাধিলো মোরে এই প্রেমেরই ডোরে।
ঐ বিধি তোরে কি দিয়ে বানাইলো জানেনা তো মন,
দেখলে তোরে মনে পরে চিনি সারাটি জীবন।।
তুই কি আসমানী ঐ আলো নাকি সূর্যেরও কিরণ?
দেখলে তোরে হৃদয়ে মোর বহে যে স্পন্দন।
বিধি তোরে গড়িয়াছেন কেমন যতন করে,
বারে বারে তাকাই শুধু যাইবো বুঝি মরে।।
খুঁজে পাই ওরে ধরণীর রহস্য, পাইনা খুঁজে তোর,
তোর রুপেতে আজিকে আমিতো বিভোর।
রুপ নিয়ে অনেক কবি লিখেছেন অনেক,
পারিনা আমি বর্ণনা করিতে তোর রুপেরই নেক।।
তোরই দেখা পেলে, জান্নাতেরও সুগন্ধি মেলে।
মম হৃদয়পটে শুধু ভালবাসার সুখ খেলে।
কেমনও রুপ দিয়েছেন তোরে জানেন ঐ বিধি,
সহস্রবার গবেষণা করে রহস্য খুঁজেতো পাইনি।।