নিরাপরাধী কী জেলে থাকে? যদি এই প্রশ্নটি রাষ্ট্রকে ছুড়ে দেওয়া হয়,
তাহলে তার উত্তর হবে রোজিনার মুক্তি, কলমের জয়।
দেশের সকলে জানে এই অকুতোভয় কলমসৈনিক রোজিনা নির্দোষ,
তবুও সে জেলে, আমলাদের পূরণ হলো আক্রোশ।।

ছয় ঘন্টা আটকে রেখে হেনস্থা করার ক্ষমতা তারা পেলো কোথায়?
এভাবেই কী হবে সত্যের পরাজয়?
হেনস্থা করে উল্টো জেলে পাঠালো তাকে,
অপরাধীরা মুক্ত, তাদের অপরাধ মিথ্যা দিয়ে রেখেছে ঢেকে।।

নিরাপরাধীর জন্য আবার রিমান্ড ও চাওয়া হয়!
জানিনা এ কেমন রীতি দিয়েছেন বিধাতায়!
দুর্নীতির বিরুদ্ধে লেখা যদি অন্যায় হয়, তবে এমন অন্যায় আমিও করতে চাই।
সত্যের জন্য প্রাণ দেবো, রোজিনার মুক্তি চাই, মুক্তি চাই।।

এভাবে অন্যায় করে,
কলম কখনও কি নেওয়া যায় কেড়ে?
সাংবাদিক রোজিনার কলম দিয়েই অপরাধীদের দিতে হবে গেড়ে।
অন্যায়ের হবেনাকো ঠাই,
রোজিনার মুক্তি চাই, মুক্তি চাই।।

যুগে যুগে কালে কালে কত কলমসৈনিক সত্যের জন্য হয়েছেন কলমবন্দী,
কিন্তু কলম কখনও বন্দী হয়না, করেনা অন্যায়ের সাথে কোনো সন্ধী।
এক রোজিনা আজ কারাগারে, জেগে আছে তার কত বোন আর ভাই,
কথা নাই, রোজিনার শর্তহীন মুক্তি চাই।।

মিথ্যাচার, ভন্ডামি মানুষ কিন্তু বুঝে,
অহেতুক চুরির অপবাদ দিয়ে নিজেদের অপরাধ রাখা যাবেনা কিন্তু গুজে।
এমন সাহসী কলমযোদ্ধার কলম হবেনাকো বন্দী।
মুক্তি চাই রোজিনার, শাস্তি হোক দোষীদের এটাই একমাত্র সন্ধী।।


//সময়ঃ- ৫.২২(বিকাল)
তারিখঃ- ১৯.০৫.২১ ইং
মোরেলগঞ্জ, বাগেরহাট।।