রাজনীতিতে সম্মান, অপর নাম অপমান,
আরেকনাম সুনাম, অন্যনাম জীবনদান।
রাজনীতিতে ফকির, রাজনীতিতে রাজা,
রাজনীতিতে সম্মান, রাজনীতিতে সাজা।।
রাজনীতিতে চলে ষড়যন্ত্র,
রাজনীতিতে নেতার কানে কুমন্ত্র।
রাজনীতি যে এক দাবার গুটির চাল,
রাজনীতিতে মানুষগুলো হয় টালমাটাল।।
রাজনীতিতে কান্না, রাজনীতিতে হাঁসি,
রাজনীতিতে নেতা, রাজনীতিতে ফাঁসি।
রাজনীতিতে সাফল্য, রাজনীতিতে মানুষ হয় ভন্ড,
রাজনীতিতে শৃঙ্খলা, রাজনীতিতে হয় হত্যকান্ড।।
রাজনীতিতে আনন্দ, রাজনীতিতে কষ্ট,
রাজনীতিতে জীবন সুন্দর, রাজনীতিতেই নষ্ট।
রাজনীতি প্রিতী, রাজনীতি ভীতি,
তবুও কী টিকে থাকবে এমন রাজনীতি।।
//রচনাকালঃ-
২৬/১২/২০১৫ ইং
সময়ঃ- ২.১৮(দুপুর)
সাভার, ঢাকা।।