পতিতা একটি নিকৃষ্ট শব্দ সবার নিকট,
শুনতেও বড়ই উদ্ভট।
পতিতাদের সকলে ঘৃনা করে,খারাপ বলে,
এইসব পতিতারা নাকি ভুল পথে চলে!
এই অসহায় পতিতাদের দেহ প্রতিনিয়ত হচ্ছে হারা,
বলুনতো একবার এদের ব্যবহার করে কারা?
সামান্য অর্থের বিনিময়ে একটি দেহের উপর সারাক্ষণ চলে অত্যাচার,
হায়রে মানব এতে কি হয়না মানবতার হার?
এ যেনো একদলা পরাধীন মাংসের উপর শকুনের থাবা,
ভয়াবহ যেমন আগ্নেয়গিরির লাভা।
একি পতিতাদের জয় নাকি হার?
আবারও প্রশ্ন পতিতাদের কোন সভ্য মানুষজন করে ব্যবহার?
একটু পেটের খোরাক যোগানোর জন্য,
নিষ্পাপ মেয়েগুলো হয় কি নগন্য!!
হায়রে পৃথিবী এতই জঘন্য।
বিবেক কি এতে হয় ধন্য?
যার দেহের মালিক সে নিজে নয়,
সামান্য অর্থের বিনিময়ে নিজের দেহের মালিক অন্য কেউ হয়!!
হায়রে বিধি সেই মালিকের ক্রয়কৃত দেহের উপর কি করুণ অত্যাচার,
এতেও কি হয়না বিধি মানবতার হার??
ধর্ষণের সংজ্ঞা জানা এখন কি সঙ্গত হয়?
পতিতাদের উপর যা চলে তাকি ধর্ষণ নয়??
পতিতারা প্রতি মুহুর্তে মুহুর্তে ধর্ষিতা হচ্ছে!
এতেও কি মানবতার জয় হচ্ছে??
প্রতিবাদ করার ভাষা তাদের জানা নেই,
প্রতিবাদ বলে যে কোনো শব্দ আছে তাও তাদের জানা নেই।
তখনই তাদের চাহিদা মিটে যখন অসুস্থ পিতার ওষুধ কেনার টাকা পেয়ে যায়।
শিশু ভাই-বোনদের খাবার দিতে পারলেই তাদের কেটে যায় ভয়!
হে মূর্খ পতিতারা তোমাদের বেঁচে লাভ কি?
জানি এর উত্তর জানাতো দূরে থাক বরং জীবনে এটা তোমরা কখনও চিন্তাও করনি।
সাব্বাস এতো কষ্টের মধ্যে থেকেও তোমরা মরনি।।
এমন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো,
ঘুমের মধ্যে বলো কেনো লাগবে আলো??
আমার অসহায় বোনদের উপর এতো প্রহার ও অত্যাচার,
এবারও কি কেউ বলবে যে মানবতার হয়নি হার??
বলার অধিকার আছে সবার,
ভাবার ক্ষমতা আছে কজনার??
অঙ্ক বা পরিসংখ্যান আমি জানিনা,বুজিনা,
তবে এতোটুকুই বুজি আশি শতাংশ মেয়ে আজ বাধ্য হয়ে পতিতা।
বিশ শতাংশ অসভ্য বিলাসিতা করে সব করে বৃথা।।
বিশ শতাংশকে ধীক,শত ধীক,হাজার ধীক,
ধীক দিতে হবে এর চেয়েও অধীক।
অসহায় সংখ্যাগরিষ্ঠ পতিতাদের যদি আমি বীরাঙ্গনা না বলি-
তাহলে সেটি আমার চরম অন্যায় হবে,অপরাধ হবে।
হয়তোবা আমার এই অপরাধের বিচার সাংবিধানিক ভাবে নেই,
কিন্তু আমি এই অসহায়দের বীরঙ্গনা না বললে আমার বিবেকের জেলখানায় আমার কঠোর বিচার হবে।
যে বিচারে আমি জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবো।।
আমি কখনও পতিতালয়ে করিনি গমন,
দেখিনি কোনো পতিতা,বুজিনি তাদের মন।
লোকালয়ে যারা চলে তাদের মধ্যেতো ঐ পতিতা আছে,আছে মানুষ,
জানিনা কবে হবে রাষ্ট্রের হুশ?
বিবেক আর মনুষত্ব আজ বেহুশ।।
মুক্তিযুদ্ধে যারা ধর্ষিতা হয়েছেন-
তারা প্রতিবাদ করেছেন,বীরাঙ্গনা উপাধী পেয়েছেন,পেয়েছেন সম্মান।
অসহায় পতিতাদের কোথায় গেলো মান??
সে যুদ্ধ ছিলো দেশকে বাঁচানোর যুদ্ধ,
আর পতিতাদের যুদ্ধ হলো জীবন ও মান বাঁচানোর যুদ্ধ।।
মান বড় নাকি মানহীন রাষ্ট্র বড়??
মুক্তিযুদ্ধে তারা ধর্ষিতা হয়েছেন নিজের ইচ্ছার বিরুদ্ধে,
কিন্তু পতিতাগন ধর্ষিতা হচ্ছেন স্বেচ্ছায়!!
এযে নিরব ধর্ষন,যার কোনো নেই বিচার,
শুধু আছে অসহায় দেহের হার।।
এই পাপ এই অন্যায় কি হবেনা কখনও দূর?
রাষ্ট্র কি বন্ধ করবেনা এইসব নোংরা সূর??
সরকার যদি পতিতাদের পুনর্বাসন না করে তাদের মুখে না ফুটায় হাঁসি,
তাহলে পতিতাদের দেওয়া হোক ফাঁসি!!
অসহায় পতিতাগন কি এতই সর্বনাশী??
১৯/০১/২০১৮
সময়ঃ ৩.৪৩(রাত)
মোরেলগঞ্জ,বাগেরহাট।।