একটি তথ্য জানার জন্য আসরের শ্রদ্ধেয় কবিবৃন্দদের সহায়তা কামনা করছি ।Post20170226111400
আমার কাব্যগ্রন্থ "হারানো কবিতা" কাব্য বইমেলার ৪৭৮ নম্বর স্টলে আসার কথা । কিন্তু আমি আমার গ্রামের বাড়ি বাগেরহাটে আছি বলে বইমেলায় যেতে পারতেছিনা এবং ঐ স্টলে বইটি এসেছে কিনা সে ব্যপারে নিশ্চিত হতে পারছিনা । তাই আসরের শ্রদ্ধেয় কবিবৃন্দকে অনুরোধ করছি আপনারা যদি কেউ কাল অথবা পরশু অমর একুশে বইমেলায় যান তাহলে দয়া করে একটু ৪৭৮ নম্বর স্টল দেখে জানাবেন যে ঐ স্টলে "হারানো কবিতা" কাব্যটি এসেছে কিনা । তথ্যটি আমাকে কোনো শ্রদ্ধেয় কবিবন্ধু জানালে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো । ধন্যবাদ । শুভকামনা প্রত্যেকের তরে ।
আলোচনাটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/০২/২০১৭, ১১:২৮ মি: