শুভেচ্ছা শ্রদ্ধেয় এডমিন স্যারসহ আসরের সকল শ্রদ্ধেয় কবিবৃন্দকে । শ্রদ্ধেয় এডমিন স্যারের নিকট অনুরোধমূলক ভাবে জানতে চাই কবি পরিচিতি এখনও কেনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে? উক্ত ওয়েবসাইটে কবি পরিচিতি সংযোজন করার জন্য যত প্রকার নিয়ম কানুন আছে আমি সকল প্রকার নিয়ম কানুন পড়ে বুঝে এবং সেই নিয়ম কানুন বজায় রেখেই আমার কবি পরিচিতি তৈরি করেছি দীর্ঘ ৩ মাস আগে । কিন্তু অতি দুঃখজনক হলেও সত্য যে সেই কবি পরিচিতি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে । আমি ভাবছিলাম এই সমস্যা শুধুমাত্র আমার একারই । কিন্তু বিগত দিনের অনেক কবিদের আলোচনা দেখে বুঝতে পারলাম যে এই সমস্যা অনেকেরই । এই কবি পরিচিতি সংযোজন করতে সার্ভারগত কোনো ত্রুটি বা অন্য কোনো সমস্যা থাকলে সেটি নোটিশ দিয়ে আমাদেরকে জানানো উচিত বলে আমি মনে করি । অসুস্থতার মধ্যেও এই লেখাটি না দিয়ে পারলাম না । শ্রদ্ধেয় এডমিন স্যারের নিকট এ ব্যাপারে জানতে চাই? কোনো প্রকার ভুল হলে ক্ষমা করবেন । ধন্যবাদ । বাংলাদেশের শুভ রাত্রি ।
আলোচনাটি ৯৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১০/০১/২০১৭, ১০:০৭ মি: