বন্ধু-বান্ধব পরস্পর,
সবাই জগতের স্বার্থপর।
স্বার্থহীনা আছে যে,নয়রে সে মানব।
স্বার্থ নেই যার,মানব সেতো নয় বরং দানব।।
আপন যারে ভাবি স্বার্থের কারনে সে হয় পর,
তাইতো বলি আমি ছাড়া জগতের সবাই স্বার্থপর,
আমাকে স্বার্থপর স্বীকার না করাই-
আমার এক প্রকার স্বার্থপরতা,
তাহলে আমি কি সকলকে স্বার্থপর বলছি বৃথা?
যে যতই হোকনা কেনো উদার,
সময়কালে এ জগতের সবাই স্বার্থপর।
মাবাবা,ভাইবোন,সহধর্মীনি,
স্বার্থেরই কারনে এরা দিনকে করে রজনী।
হচ্ছে কার জয় আর হচ্ছে কার হার,
আমি ছাড়া এ জগতের সবাই স্বার্থপর।
কেবলমাত্র আমার নিকট নইতো আমি পর,
এজন্য আমি বলছিনা আমায় স্বার্থপর।
দুই গালে দুই চড় দিলে লাগে খুব ডর,
তাইতো আমিসহ জগতের সবাই স্বার্থপর।