বন্ধুরে ওরে আমার প্রান বন্ধুরে,
তোমায় ছেড়ে বন্ধু আমি চইলা গেলামরে ।
ভেঙ্গে দিলে তুমি বন্ধু আমার মনের আশা,
বুঝলানা,বুঝলানা বন্ধু আমার ভালোবাসা ।
তুমি বন্ধু থাকো সুখে,
আমি বন্ধু বিষের মুখে ।
ভালোবেসে আমি বন্ধু পারি ওরে মরতে,
স্মরন করি বন্ধু তোমায় প্রতিটি পরতে ।
ওরে বন্ধু তোমায় ছেড়ে চলে গেলাম আমি,
সারাজীবন সুখে থাকো বন্ধু ওরে তুমি ।
কুল কিনারা কোনো কিছু বন্ধু আমি পাইলামনা তোমার কাছে,
তুমি বন্ধু আমায় ফেলে দিলে একেবারে নিচে ।
বন্ধু তোমায় ছাড়া পৃথিবীতে আমার কিছু লাগেনাতো ভালো,
তাইতো আমার এ জীবনে বন্ধু নাইতো কোনো আলো ।
বন্ধুরে তোমায় না পেয়ে ছাড়ি আমি দুনিয়া ছাড়ি,
ওরে বন্ধু আমি যে ভালোবেসে মরতেও পারি ।
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ- দয়া করে আমার এই লেখাটি কেউ চুরি করবেন না । এর আগে ফেসবুক থেকে আমার অনেক লেখা চুরি হয়েছে । যার প্রমান আমি পেয়েছি ও । ইচ্ছা করলে আপনি/আপনারা আমার এই লেখাটি শেয়ার করতে পারেন । অথবা কপি করে নিয়ে ও পোষ্ট করতে পারেন । তবে অবশ্যই সেখানে আমার নামটি থাকতে হবে । আশা করি কেউ কুম্ভিলক হবেন না । ধন্যবাদ ।