মহান,হে আল্লাহ তুমি বড় মহান,
সারা সৃষ্টিকুল যে তারই প্রমান ।
ওহে আল্লাহ তুমি দানিয়াছো মোরে অনেক সম্মান,
করোনা করোনা আল্লাহ আমায় অপমান ।
লা ইলাহা ইল্লাহ,
বড়ই মহান তুমি আল্লাহ ।
আল্লাহু আকবার,আল্লাহু আকবার,
আল্লাহ তুমি মহান,বলবো আমি হাজার বার ।
আলহামদুলিল্লাহ হে আল্লাহ,
সত্যিই মহান তুমি আল্লাহ ।
সুবহানআল্লাহ,সুবহানআল্লাহ,
তুমিতো সত্যিই মহান হে আল্লাহ ।

বিঃদ্রঃ- মহান আল্লাহ তাআলাকে নিয়ে লিখতে গেলে আমার খুব ভয় লাগে । কারন আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়,তাই । তবুও অনেক চিন্তা ভাবনা করে মহান আল্লাহ তাআলাকে নিয়ে এই কবিতাটি লিখলাম । কোনো ভুল হলে আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দিও ।