আমি অন্যের জীবন আলোকিত করি-
কিন্তু আমার নিজের জীবন অন্ধকার ।
আমি অন্যের ভালো চাই-
আমার নিজের জীবনকে করে ছারখার ।
আমি অন্যের সমস্যা সমাধান করি-
কিন্তু নিজে আমি অনেক সমস্যায় ভূগি ।
আমি অন্যের অসুস্থতা দূর করি-
কিন্তু নিজে আমি এক মস্তবড় রোগী ।
আমি অন্যের জন্য প্রেমিকা জোগাড় করি-
কিন্তু নিজে আমি প্রেমিকাহীন ।
আমি অন্যকে ভালবাসি-
নিজের জীবন করে বিলীন ।
আমি অন্যকে অন্ন দেই-
কিন্তু নিজে থাকি অনাহারে ।
আমি অন্যকে জয়ী করি-
কিন্তু নিজে পরাজিত হই বারেবারে ।
আমি বিপথগামীকে সুপথে আনি-
কিন্তু নিজে আমি বিপথগামী ।
আমি অপমানিকে সম্মানিত করি-
কিন্তু নিজে আমি অপমানি ।
যাহোক অন্যের জন্যই আমি,
দরকার হলে অন্যের জন্য নিজের জীবন আমি করতে পারি কুরবানী ।