সবাই আমার শুভেচ্ছা গ্রহন করবেন । আমি আপনাদের মাঝে একটি প্রস্তাব নিয়ে হাজির হয়েছি । আর সেটি হচ্ছে-এই বাংলা কবিতার আসরে নতুন একটি বিভাগ চালু করার প্রসঙ্গে । আর নতুন বিভাগটি হবে “আজকের সেরা কবিতা” বিভাগ । প্রতিদিন আসরের কবিগন আসরে অগনিত কবিতা প্রকাশ করেন । সেখান থেকে বাছাই করে ১০ টি সেরা কবিতা আজকের সেরা কবিতা বিভাগে দিয়ে দেওয়া হবে । ফলে আসরের কবিগনদের মধ্যে প্রতিযোগীতা তৈরি হবে । সবাই ভালো কবিতা লেখার চেষ্টা করবে । কবিতার আসর আরো প্রানবন্ত হবে । আর এ কাজটি যদি প্রতিদিন নির্বাচন করা খুব কষ্টসাধ্য হয় সেক্ষেত্রে এ সপ্তাহের সেরা কবিতা বিভাগ চালু করা যায় । অথবা এক মাসের ও সেরা কবিতা নিয়ে এ মাসের সেরা কবিতা বিভাগ চালু করা যায় । আর সপ্তাহ ও মাসের ক্ষেত্রে কবিতার সংখ্যা ও বৃদ্ধি পাবে । আর এসব কবিতা যাচাই বাছাই ও নির্বাচন করার জন্য শ্রদ্ধেয় এডমিন স্যার আসরের গুনী ও বিজ্ঞ কাবিদের নিয়ে একটি বিচারক প্যানেল গঠন করতে পারেন । কমেন্টের উপর ভিক্তি করে কোনো ভাবে সেরা কবিতা নির্বাচন করা যাবেনা । কবিতার মানের উপর ভিক্তি করেই সেরা কবিতা নির্বাচন করতে হবে,তাতে কোনো মন্তব্য থাকুক আর নাই থাকুক । আশা করি শ্রদ্ধেয় এডমিন স্যার আমার এই প্রস্তাবনাটি বিবেচনা করে দেখবেন । আপনাদের সকলের নিকট হতে সুচিন্তিত মন্তব্য আশা করছি । ধন্যবাদ ।
আলোচনাটি ৯৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৮/০১/২০১৬, ০৩:২২ মি: