আজিকে প্রাতে আসিল আমার শুভ জন্মদিন,
আজ যেনো আমি চির স্বাধীন ।
একটি একটি বছর করে অনেক বড় হলাম আমি,
শতকোটি সালাম জানাই তোরে আমার জন্মভূমি ।
আজিকে আমার জন্মদিনে দখিনা বাতাশ বইল,
সকলের তরে অনেক অনেক শুভকামনা রইল ।
জন্মদিনের খুঁশিতে আজিকে আমি দিশেহারা,
সকলকে ধন্যবাদ,শুভেচ্ছা জানাইছেন আমাকে যারা ।
শ্রদ্ধেয় মা বাবাকে অনেক অনেক সালাম জানাই,
তেইশ বছর আগে তাদের কোলে আমার হয়েছিল ঠাই ।
আজিকে তেইশ বছর বয়স হয়ে গেল আমার,
অতীতের বয়সগুলোকে দিয়ে দিলাম ছাড় ।
আজ হবে শুধু মোমবাতি আর কেকের কারসাজি,
সারারাত ফুটবে শুধু আতশ বাজি ।
আমার জন্মদিনে সবাই দোয়া করবেন আমার জন্য,
ধন্য আমি ধন্য,সত্যিই আমি আজিকে ধন্য ।
বিঃদ্রঃ- আগামীকাল ১৫ই মার্চ আমার তেইশ তম জন্ম দিবস ।