সারা বিশ্বকে করে অবাক,
চলে আসলো ক্রিকেট বিশ্বকাপ ।
বাংলার দামাল ছেলেরা লড়বে বাঘের মত,
মারবে ছক্কা,ভাঙ্গবে উইকেট আছে যত ।
মার বাড়ী,মার ছক্কা,
পঠিয়ে দে চীন,পাঠিয়ে দে মক্কা ।
বাঘেরা খেলবে এবার বিদেশের মাটিতে,
সবগুলোরে খাবে,পাবে যা ঘাটিতে ।
মার বাড়ী,মার চার,
ছক্কা মেরে করে দে ছারকার ।
অবাক,অবাক,অবাক,
চার বছর পরে চলে আসলো ক্রিকেট বিশ্বকাপ ।
চার ছক্কার খেলা,নয়তো হেলাফেলা,
ঘুম থেকে উঠে পর সবাই সকালবেলা ।
মার চার,মার ছক্কা,
পঠিয়ে দে চীন,পাঠিয়ে দে মক্কা ।
অবাক,অবাক,অবাক,
স্বগতম তোমায় হে ক্রিকেট বিশ্বকাপ ।