শ্রদ্ধেয় এডমিন স্যার ও সকল শ্রদ্ধেয় ও গুনী কবিবৃন্দদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, শত কবির শত কবিতার শতরূপে ভালবাসা বইটির সংশোধনির জন্য আমি গত ১২ তারিখ যে আপিল করছিলাম তা আমি মৌখিকভাবে প্রত্যাহার করলাম । লেখাটি রিমুভ করলাম না, কারন লেখাটিতে অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে । আর ঐ বইটিতে আমার কবিতা চান্স পাওয়ার কোন প্রশ্নই জাগেনা,কারন আমি এই ওয়েবসাইটে প্রবেশ করেছি নভেম্বরের ৭ তারিখ । আর ঐ বইটির সংকলনকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী কবিতার লিঙ্ক জমা দেওয়ার শেষ তারিখ ছিল তার অন্তত ৮ দিন আগে,অর্থাৎ অক্টোবরের ৩১ তারিখ । তাই আমি উক্ত বিষয় সম্পর্কে জানতে পারিনি এবং কোন প্রকার কবিতার লিঙ্ক জমা দেওয়ার সুযোগই পাইনি । আর এক্ষেত্রে আমার কবিতার গুনগত মান যাচাই বাচাই ও বিচার বিশ্লেষন করার কোন প্রশ্নই জাগেনা । আর এ গুরুত্বপূর্ন বিষয়টি আমাকে অবহিত করেছেন শ্রদ্ধেয় কবি ও বিচারক কবির হুমায়ুন স্যারে । অবুঝ আমি আপিলটি করার জন্য আন্তরিকভাবে দু:খিত,লজ্জিত ও ক্ষমাপ্রার্থী । শতরূপে ভালবাসা বইটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করি । সকলকে ধন্যবাদ । আল্লাহ হাফেজ । বাই বাই ।