ভূল ভূল সবই ভূল,তুমি আমি সবই ভূল ।
তুমি কী দেখনি আকাশের চাহনি?
বিকট গর্জন নব সে সূর,আছে ভরপুর ।
সে ও ভূল!,
ভূল,ভূল সবই ভূল ।
তুমি কী দেখনি নদীর ও পানি?
জাহাজ ভরা মানুষের করে প্রানহানী,
সে ও ভূল ।
ভূল সবই ভূল ।
একবার তাকিয়ে দেখ চাঁদে,
তার কলঙ্ক যেন নিরবিচ্ছিন্য ভাবে কাঁদে,
ভূল ভূল সবই ভূল,তুমি আমি সবই ভূল ।
শ্রেষ্ঠ জ্ঞানী মানুষের ও হয় কত ভূল,
ভূল করে টেকো মাথায় চায় কত চুল ।
ভূল সবই ভূল ।
আমি শত শত কবি দেখেছি,
শত শত কবির কবিতা দেখেছি,
তাদের কবিতার মধ্যে ও আছে অনেক ভূল,
ভূল,ভূল সবই ভূল,
তুমি আমি সবই ভূল ।
আমার কবিতা পুরোটাই ভুল ।
আদেশ করলে হয় ভূল,নিষেধ করলে হয় ভূল,
তাইতো ভূল,সবই ভূল,
জীবনটাই ভূল ।
বি:দ্র:- এই ভূল লেখা সহ উক্ত কবিতার প্রত্যেকটি ভূল বানানই ভূল । কারন কবিতার নামই “সবই ভূল” ।