ভূল বানানে করেছি ভূল,
সেভ করতে গিয়ে ফালাইলাম সব চুল,
হায় আমার জীবনটাইতো ভূল ।
ভেবেছিলাম আছে টুল,
হায় বসতে গিয়ে আমি গেলাম পরে,
সেটাও নাকী আমার ভূল?
মানিনা আমি কোনো রুল,
তাইতো সবকিছু হয় আমার ভূল ।
ভেবেছিলাম চাটনি,মুখে দিয়া দেখি গুল,
এটাও কী আমার এক মস্তবড় ভূল?
হাতে নিয়ে ফুল,
দেখি সব কাটা,
হায় সেটিও কী আমার ভূল?
পারাতে গিয়ে পূল,
দেখি আমি নদীতে,
সেটিও কী ভূল?
গরমকে ভাবি কুল,
সেটিও নাকি আমার ভূল ।
বোকামি করলেই আমি আবুল,
সেটিও কী আমার ভূল?
পাইলাম না আমি কোনো কুল,
সবকিছু হইলো আমার ভূল ।
ভূল সবই ভূল,
আমার জীবনটাই ভূল ।