সম্মানিত ও শ্রদ্ধাভাজন এডমিন স্যারসহ সকল সম্মানিত ও শ্রদ্ধাভাজন কবি বন্ধুদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আমি গত ২১ তারিখ ঢাকা থেকে আমার বাগেরহাটের গ্রামের বাড়ি চলে এসেছি । আর আমার এই গ্রামের বাড়িতে একেবারেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না । তাই আপনাদের সাথে আগের মত আর যোগাযোগ (মন্তব্য) রাখতে পারতেছিনা । শুধুমাত্র একটা কবিতা শেয়ার করার জন্য আমার বাসা থেকে অনেক দূরে ল্যাপটপটি নিয়ে যেতে হয় । সেখান থেকে কবিতাটি শেয়ার করে আবার অতি দ্রুত আমার বাসায় চলে আসতে হয় । কারন আমার ল্যাপটপে বেশিক্ষন চার্জ থাকে না । এর জন্য আমি আন্তরিকভাবে দু:খিত,লজ্জিত ও ক্ষমাপ্রার্থী । ঢাকা যাওয়ার পরে আবারও আগের মত আপনাদের সাথে যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ । সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
আলোচনাটি ৮৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৭/১১/২০১৪, ০৯:৪৭ মি: