ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে,
সব কোমলতা গেছে জোয়ারে ভেসে।
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে,
সব ভালবাসা ভেসে গেছে ঐ দূর আকাশে।।
কারো কান্না, কারো করুণ সুর আমিতো শুনিনা,
আগেরই মত করেতো আমি কারো ভালোবাসা বুনিনা।
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে,
শুনিনা চিৎকার, শুনিনা হাহাকার,
পাথর যে হয়েছে হৃদয় যে আমার।।
শুনিনা কান্না, দেখিনা কষ্ট,
আমি যে হয়ে গেছি নষ্ট।
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে,
মার কুড়াল মার, মার রামদা মার,
আমার পাথুরে হৃদয় যে হবেনা ছারখার।
হৃদয়ের ভালবাসা সব হাওয়া হয়ে গেছে ভেসে,
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে।।