পাপী আমি বড় পাপী, পাপ করি যে সদা,
আমায় তুমি ক্ষমা করো আরশের ও খোদা।
তোমায় ডাকি পাপী আমি মুছেনা তো পাপ,
দয়ারও সাগর তুমি মোরে করো ওরে মাফ।।

আমি পাপী, তুমি মালিক করোগো করুণা,
আঁখি জলে ভাসি আমি তবুতো পাপ মুছেনা।
জীবন তরী আঁকাবাঁকা, পাপের তরী বাড়ে,
ক্ষমা করে দিও মোরে রব ঐ রোজ হাশরে।।

যতন করে প্রভু তুমি করিছো মোরে সৃষ্টি,
পাপী আমি তাপী আমি, দাও খোদা ক্ষমারও দৃষ্টি।
পাপে পাপে জীবন হলো চরমও বন্ধুর,
ক্ষমা করো মালিক তুমি আমিতো নিষ্ঠুর।।

পাপ করিয়া সদা রাতে কাঁদি আমি খোদা,
ক্ষমা করো রহিম মোরে তোমায় ডাকিগো সদা।
ধরার পিরীত পাপে ভরা,
জীবন মোর কঠিন খরা।
আখের কি হইবে হারা?
ক্ষমা করো রহিম মোরে,
কবুল করো স্বর্গ তাঁরা।।

//রচনাকালঃ-
০৫/১২/২০২০ ইং
সময়ঃ ৪.৪১(ভোর),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।