আমার জীবনে ঢেউ লেগেছে
         ওরে সে পাগলা ঢেউয়ের মেলা।
আমায় নিয়ে সেযে ওরে করে দিবানিশি খেলা।
ওরে সে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)

দিনকে সে রাত বানিয়ে রাতকে করে দিন,
বড় থেকে আমায় ওরে করেছে সে হীন।
আমায় নিয়ে সে ওরে করে হেলাফেলা,
ওরে সেযে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)

ঢেউয়ের তালে নদীর দুপার যেমন করে ভাঙ্গে,
তেমন করে আমার জীবন সে ওরে রাঙ্গে।
নিঠুর ঢেউ তুই আর খেলবি কতো খেলা,
এযে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)

খেলায় খেলায় বাজিমাত,মাতবি আর কতো?
আমায় নিয়ে পাগলা ঢেউ খেলবি কতশত?
ঢেউয়ের তালে জীবন তরী হলো হেলাফেলা,
ওরে সেযে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)

//রচনাকালঃ-
সময়ঃ ৫.১১(বিকেল)
১১/০১/২০১৮ ইং
মোরেলগঞ্জ,বাগেরহাট।।