তুমি মোর হৃদয়পানে এ কেমন সুর ধরালে,
আমি বুজি অন্ধ হয়ে তোমার সুরে যাবো মরে।
আশার ভেলায় চরিলে হেলায়,
মেতেছো তুমি কোন এ এক অন্ধ খেলায়।।(২)
তুমি মোর স্বান্ধ গানে
তমি মোর হৃদয় পানে,
সুর ধরালে কেমন করে?
আমি বুজি যাবো ওরে তোমার সুরে মরে।(২)
আমারও হিয়ার মাঝে
মোর প্রিয়ার সুর বাজে।
তুমি ওরে মোর গগনের রানী ঐ কাননের ফুল,
তোমায় ওরে ভালোবাসতে আমি কবি করি নাইকো ভুল।।(২)
তুমি মোর জীবন তরী তুমি মোর বাহাদুরি,
অন্ধ হয়ে সখা করো নাকো ছলছাতুরী।
তুমি মোর সখের ভেলা, তুমি মোর আশা।
তুমি মোর জীবন খেলা, তুমি মোর অন্ধ ভালোবাসা।।(২)
//২৬/০৯/২০১৭ ইং
সময়ঃ- ৩.৩০(দুপুর)।
সাভার, ঢাকা।