আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
ভালবাসা দিবে তোমার সুন্দর ঐ কেশে।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
দেখে গিও তার দেশ আছে কতো দারুণ বেশে।।
নিজাম গাজীর বাংলাদেশ পৃথিবীর বুকে সেরা,
মানবপ্রেম দিয়ে ওরে চারদিকই ঘেরা।
সবুজের ছায়ায়, বট বৃক্ষের তলায়,
নিজাম গাজী ডাক দিয়েছে তোমায়।।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
কথা বলবে নিজাম গাজী তোমায় ভালোবেসে।
ভাষার জন্য প্রাণ দেওয়া নিজাম গাজীর দেশ,
স্বাধীন বাংলার বাতাশে উড়বে তোমার ঐ কাজল কালো কেশ।।
পাক-পাখালির ডাকে ডাকে, মাঝির ঐ গানে,
নিজাম গাজীর দেশের প্রতি প্রেম জাগবে তোমারও প্রাণে।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
দেখে গিও বন্ধু তুমি নিজাম গাজী কে সে?
বাঘের গর্জন সুন্দর বন,
পুলকিত হবে বন্ধু তোমার ঐ মন।।
নিজাম গাজীর দেশের কক্সবাজারের সমুদ্রবন্দর.
দেখতে সেযে কতইনা সুন্দর।
নিজাম গাজীর দেশ ওরে সবার চেয়ে সেরা,
এমন দেশটি দেখে বন্ধু তুমি হবে দিশেহারা।।
প্রকৃতি দেখে তুমি হবে বন্ধু মাতাল,
স্বর্ণ দিয়ে ঘেরা বুঝি আকাশ থেকে পাতাল।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
কথা বলবে নিজাম গাজী তোমার সনে হেসে।।