নাম আমার রাহাত, সত্য কথা বলি,
ভয়, ডর নাইকো মোর, সোজা পথে চলি।
টেনে টুনে টেনে পড়ি বলতে নাইকো লজ্জা,
মন দিয়ে সাজাবোগো ভালবাসার সজ্জা।।
বড়দের সম্মান করি, ছোটদের ভালবাসি,
সুখে আমি নিরব থাকি, দুখে ওরে হাসি।
অন্যায় দেখে চুপ থাকিনা, থাকুক যত শক্তি,
প্রতিবাদ করবোই, ন্যায় আমার ভক্তি।।
বাবা মোর জীবন ওরে, প্রাণ ওরে মা,
বোন আমার আস্থা ওরে, ভাই আমার গা।
পাড়াপড়শি ভালবাসা, আত্মীয়রা আশা,
ভালবাসি তাদের ওরে গায়ের যারা চাষা।।
চট্টগ্রাম বাড়ি আমার, রাহাত আমার নাম,
সবার প্রতি রইলো আমার প্রাণভরা সালাম।
দোয়া করবেন সবাই ওরে আমারই জন্য,
ভালো থাকবেন বন্ধু-বান্ধব, আমি যে ধন্য।।
//রচনাকালঃ-
০৩/০২/২০২২ ইং
সময়ঃ ১২.২০(রাত),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।
বিঃদ্রঃ- কবিতাটি বঙ্গবন্ধু কুইজ বিজয়ী চট্টগ্রামের ছোটভাই আমার ফেসবুক ফ্রেন্ড মোঃ রাহাত হোসেনের অনুরোধে লেখা হয়েছে।