আমার মনের মরণ হইলরে বন্ধু
বাকী আছে দেহের মরণ,
মন মরণে কাঁনছি একা
দেহের মরণে কানবে কতজন।
বন্ধুয়া মোর ছলনা করে
মন করিছে হরণ,
মনের মরণ কেউ দেখে নাই
দেহের মরণ করবে সবাই বরণ।।
মন ভাঙ্গছে প্রীত ওরে
বন্ধুয়া যে নাই
দেহের মরণ হলে ওরে
কোথায় হবে ঠাই।
মনের মরায় জ্বলি আমি
নিঠুর দুনিয়াতে
বন্ধু বিহীন আমি ওরে
কাঁদি দিবারাতে।।
মন আমার যেদিন ভাঙ্গছে
কাঁনছি আমি একা
নিঠুর বন্ধু আমায় ওরে
দিছে শুধু ধোকা।
বোকা পেয়ে ধোকা দিয়ে
চলে গেলো সে
কাঁদি আমি তারই জন্য
মন মরারে।।
দেহ মরায় পচন ধরে
থাকে নারে কিছু
মনের মরায় বেঁচে আছি
বিরহ মোর ছাড়ে নাতো পিছু।
মন মরে ছারখার হয়ে
মোর দেহ জ্বলেরে
নিঠুর বন্ধু মন মেরে
উড়াল দিলোরে।।
//রচনাকালঃ
২৬/১২/২০২১ইং
সময়ঃ ৪.১৭(ভোর),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।