মাগো তুমি কেমন আছো?
কতদিন দেখিনা তোমায়,
তুমি কী মা ভালো আছো?
আমার জীবনে সবকিছু আছে, শুধু নেইযে মাগো তুমি,
তুমি হীনা আমার জীবন আজ শূন্য মরুভূমি।।
আধারে-আলোতে দিনে-রাতে খুঁজি তোমায় সদা,
তোমায় মাগো ভালো রাখুক আসমানের ও খোদা।
ঘুমের মাঝে স্বপ্ন দেখে জেগে উঠি আমি,
ভালো থেকো ওপারে মাগো সবসময় যে তুমি।।
তোমাকে হারিয়ে আজ আমি বড় অসহায়,
মাতৃ বিয়োগের ব্যথা বোঝানো বড়ই দায়।
বুকের মধ্যে আজিকে আমার পর্বতসম বেদনা,
তুমি নেই তাই আজ কে দিবে মোরে সান্ত্বনা?
তুমি যখন দুনিয়ায় ছিলে শত বিপদে-কষ্টে তোমার কোল ছিলো সর্বোত্তম,
আজ তুমি নেই বলে কিছু নেই, কাঁদি আমি অধম।
আজ তোমার স্মৃতি কেবল তোমার কবরখানী মাগো আমার মা,
বুকের মধ্যে চিনচিনে ব্যথা একটুও কি ঘুঁচবেনা!!
আগে গ্রামে গেলে তোমার সাদাসিধে মুখখানী দেখলে ভরে যেতো অন্তর,
আজ গ্রামে ছুটে যাই, দেখি তুমি মানে মাটির ঐ কবর।
এমনও দহন ব্যথা ক্যমনে সুধাই মাগো,
কলিজা ছিড়ে যায় যে মোর ক্ষমা করে দিও।।
মা হারানোর বেদনা মাগো বলবো আমি কারে?
দিন যায়, রাত যায় হৃদয়ের হাহাকারে।
নামায পড়ে দোয়া করি মাগো অশ্রু টলটল,
শিশু কালের সেই জীবনটি ছিলো মাগো কতইনা ঝলমল৷।
তুমি চলে গেলে মাগো তাই রঙিন জীবনের হলো সমাপ্তি,
আল্লাহ তোমায় জান্নাত নসিব করুন সেটাই প্রাপ্তি।
তুমি আমার জান্নাত মাগো, তুমি আমার জীবন,
ভালো থেকো মাগো তুমি সুন্দর হোক তোমার নতুন ভুবন।।
//রচনাকালঃ-
২৮/১২/২০২০ ইং
সময়ঃ- ২.০৫(রাত)
মোরেলগঞ্জ, বাগেরহাট।।