এসেছে পবিত্র মাহে রমজান,
সবাই করুন সাওমের আহবান।
একটি মাস থেকে শিক্ষা নিয়ে সারা জীবন করুন আল্লাহর গুনগান,
সবাই ইসলামকে করুন সম্মান।।
পবিত্র এই রমজানে পবিত্র থাকুন সবাই,
কেননা সবার একদিন আল্লাহ পাকের দরবারে হবে ঠাই।
মুসলমান সবাই আপন, সবাই ভাই ভাই।
ভালো-মন্দ করুন সবাই যাচাই।।
এমন একটি মাস ওরে পবিত্র অনেক,
আল্লাহর ইবাদত করে বাড়ান আপনার নেক।
এমন একটি পবিত্র মাসে ওরে আল্লাহ তুমি মৃত্যু দিও মোরে,
যেনো অনন্তকাল শান্তিতে থাকতে পারি গিয়ে ঐ গোরে।
শিক্ষা নিয়েন সবাই ভাই এই পবিত্র মাস থেকে,
দোয়া করি সবার যেনো বিবেক ওঠে জেগে।।